26.6 C
Khulna
Monday, July 7, 2025

১২ কেজি এলপিজির দাম কমলো

২ জুলাই ।। প্রতিদিন খুলনা

ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬৪ টাকা।

এ ছাড়া, অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা, যা জুন মাসে ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

বুধবার (২ জুলাই) বিকেলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন। নতুন দাম একইদিন সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী অন্যান্য সিলিন্ডারভিত্তিক এলপিজির দাম হবে—

৫.৫ কেজি: ৬২৫ টাকা

১২.৫ কেজি: ১,৪২১ টাকা

১৫ কেজি: ১,৭০৫ টাকা

১৬ কেজি: ১,৮১৮ টাকা

১৮ কেজি: ২,০৪৬ টাকা

২০ কেজি: ২,২৭৩ টাকা

২২ কেজি: ২,৫০০ টাকা

৩০ কেজি: ৩,৪০৯ টাকা

৩৩ কেজি: ৩,৭৫০ টাকা

৩৫ কেজি: ৩,৯৭৭ টাকা

৪৫ কেজি: ৫,১১৪ টাকা

এ দাম সব ধরনের ভ্যাটসহ হিসাব করা হয়েছে এবং সারাদেশে একযোগে কার্যকর হবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ