রাশিয়ার সেনাবাহিনীতে এখন থেকে বিদেশি নাগরিক ও রাষ্ট্রহীন ব্যক্তিরাও চুক্তির মাধ্যমে যোগ দিতে পারবেন—এমন একটি নতুন আইনে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা সহায়তার খবরের মধ্যেই এই আইনটি অনুমোদন পেল।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ‘সামরিক কর্তব্য ও পরিষেবা’, ‘প্রতিরক্ষা’ এবং ‘সেনা সদস্যদের মর্যাদা’ সংক্রান্ত আইনে বেশ কয়েকটি সংশোধনী এনে এ নতুন আইন কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিক এবং রাষ্ট্রহীন ব্যক্তিরা নির্দিষ্ট মেয়াদে চুক্তি স্বাক্ষর করে রুশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে পারবেন। এই চুক্তির মেয়াদ চলাকালীন বা যুদ্ধাবস্থা বজায় থাকাকালীন তারা সেনাবাহিনীতে থাকবেন। আইনটি সরকারি গেজেটে প্রকাশের দিন থেকে কার্যকর হবে।
আইনের ব্যাখ্যামূলক নোটে বলা হয়েছে, “রাশিয়ার সশস্ত্র বাহিনীকে পুনর্গঠনের জন্য জরুরি অতিরিক্ত ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”