27.4 C
Khulna
Wednesday, July 9, 2025

এনসিপি বাংলাদেশপন্থি, দিল্লি-লন্ডন-আমেরিকার ওপর নির্ভর করে না : হাসনাত

অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও গম চোরদের হাতে দেশের ভবিষ্যৎ তুলে না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “এই দেশটাকে আর দুর্নীতিবাজ ও অযোগ্য নেতাদের হাতে তুলে দেবেন না। গম চোরদের হাতে ক্ষমতা তুলে দেবেন না। আমরা চাই, এমন নেতৃত্ব আসুক যারা সৎ, যোগ্য এবং বাংলাদেশের স্বার্থকে হৃদয়ে ধারণ করে।”

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনীতে এক পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা বিশ্বাস করি, ক্ষমতার উৎস দিল্লি, লন্ডন বা কোনো ব্যবসায়ী নয়—ক্ষমতার উৎস কেবল জনগণ। আমরা পিন্ডি, দিল্লি, লন্ডন কিংবা আমেরিকার উপর নির্ভরশীল রাজনীতি চাই না। আমরা চাই গণভিত্তিক, বাংলাদেশকেন্দ্রিক রাজনীতি।”

তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। “যারা নির্বাচন চায় না, তারা বিচার চায় না, সংস্কার চায় না। তারা যদি সত্যিই নির্বাচন চেতনা ধারণ করত, তাহলে বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবিও তুলত,” বলেন তিনি।

এর আগে সকালে কুষ্টিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে আবরার ফাহাদ এক মাইলফলক। তাঁর শাহাদাত ভারতের আধিপত্যবাদ ও বাংলাদেশের বিকৃতি রাজনীতির বিরুদ্ধে আন্দোলনে নতুন মোড় এনে দেয়। তখন ‘দিল্লি নয়, ঢাকা’—এই স্লোগানে প্রতিবাদের উত্তাল মিছিল গড়ে উঠেছিল। সেই স্লোগানই আবার ফিরে এসেছে জুলাইয়ের চেতনায়।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থান ভারতীয় আগ্রাসনবিরোধী ও বাংলাদেশপন্থি মতাদর্শের ভিত্তিতে হয়েছিল। সেই চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি আজকের রাজনীতি করছে।”

নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, এনসিপি তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে চায়। “আমরা বিশ্বাস করি, বাংলাদেশপন্থি রাজনীতির পথ ধরেই নতুন একটি রাজনৈতিক ধারা গড়ে উঠবে, যেখানে জনগণই হবে শক্তির একমাত্র উৎস,” বলেন তিনি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ