25.9 C
Khulna
Wednesday, July 9, 2025

ফেনী ও কুমিল্লায় বন্যার প্রবল শঙ্কা

লঘুচাপজনিত বৃষ্টিপাতের কারণে দেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সতর্কবার্তা জানান।

পোস্টে তিনি জানান, মঙ্গলবার দিনভর, রাত এবং বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে চট্টগ্রামের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলাসহ ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আগরতলা রাডারের তথ্য বিশ্লেষণ করে পলাশ জানান, আগামী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর ফলে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অতিবৃষ্টির কারণে ইতোমধ্যে প্লাবিত ফেনী জেলা এবং কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

নোয়াখালীতে শিক্ষা কার্যক্রম বন্ধ

অপরদিকে, নোয়াখালীতে টানা বৃষ্টিপাতের কারণে চারটি উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ ও ১০ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার) শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে চলমান অর্ধ-বার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান বলে নিশ্চিত করেছে সময় টিভির নোয়াখালী প্রতিনিধি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ