25.9 C
Khulna
Wednesday, July 9, 2025

বিএনপি-আওয়ামী লীগ একই গাছের দুই ডাল : ফয়জুল করীম

নাটোরে গণসমাবেশে ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একে অপরের প্রতিচ্ছবি। তিনি বলেন, “আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে একক নির্বাচন শিখেছে, আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একে অপরের পরিপূরক। এরা ৭০-৭১ সালের একই চক্রের অংশ।”

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে ‘রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের’ দাবিতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে ফয়জুল করীম বলেন, “আমরা রাজপথে ছিলাম, বুলেটের সামনে দাঁড়িয়েছি। দেশের প্রতি আমাদের দরদ অনেক বেশি। যারা বিদেশে ছিলেন, তাদের সে ব্যথা থাকবে না। যারা রাজপথে ছিল না, তাদের জেলখানায় থাকারই কথা। কারণ, আমরাই আন্দোলন করে তাদের মুক্তির পথ তৈরি করেছি।”

ধর্ষক ও চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আমরা আন্দোলন করেছি দেশকে মুক্ত করতে, চাঁদাবাজ ও ধর্ষকদের সুযোগ দিতে নয়। যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচিয়ে দাঁড়াতে পারে, তারাই এসব দুর্বৃত্তের বিরুদ্ধেও সাহসের সাথে রুখে দাঁড়াবে।”

ফয়জুল করীম বলেন, “জনগণ আওয়ামী লীগ ও বিএনপিকে বহুবার ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে। কিন্তু তারা কেউ জনগণের জন্য কাজ করেনি। এবার ইসলামী দলগুলোকে সুযোগ দিন। আমরা যদি জনগণের জন্য কাজ না করি, তাহলে আর কখনো পরীক্ষার মুখোমুখি হব না। চোর ও ধর্ষকদের হাতে ক্ষমতা গেলে দেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে উঠবে।”

তিনি দাবি করেন, ইসলামী দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক অবস্থায় আমূল পরিবর্তন আসবে। “ইসলাম এসেছে গরিবের উন্নয়নের জন্য। ইসলামী অর্থনীতি ছাড়া গরিবের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। এই পদ্ধতি চালু হলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে গরিবরা দরিদ্রসীমার ওপরে চলে আসবে।”

বক্তব্যের শেষ দিকে মুফতি ফয়জুল করীম নাটোর জেলার সংসদীয় আসনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, জেলা জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।।।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ