28.3 C
Khulna
Wednesday, September 10, 2025

সবাই কেন্দ্রে আসুন, যোগ্য প্রার্থীকে ভোট দিন: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম সাইবার হামলার শিকার হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) দিনভর নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রেখেছিলেন। রাতে পুনরায় সচল হওয়ার পর তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এক আহ্বান জানান।

সোমবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, “হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় সবচেয়ে বড় আয়োজন আগামীকালের ডাকসু নির্বাচন।”

তিনি আরও বলেন, “সব শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোটকেন্দ্রে আসুন। আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে দিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলবো আমাদের স্বপ্নের ক্যাম্পাস।”

ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

এবারের নির্বাচনে একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে মোট ৪১টি ভোট দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ