নেপালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু, তীব্র হচ্ছে জেন-জি বিক্ষোভ
নেপালে সহিংস বিক্ষোভে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ কানালের স্ত্রী রাজিয়ালক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একাধিক নেপালি গণমাধ্যমের বরাতে জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর দালু এলাকায় কানালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় জেন-জি আন্দোলনকারীরা। এতে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রের তথ্য
পরিবারের সদস্যরা জানান, গুরুতর অবস্থায় রাজিয়ালক্ষ্মীকে উদ্ধার করে কৃতিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।
সহিংস আন্দোলনের বিস্তার
সরকারবিরোধী এই জেন-জি আন্দোলন মঙ্গলবার নতুন করে আরও ভয়াবহ রূপ নেয়। সেদিনই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে আগুন ধরিয়ে দেয়। অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পুডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধরের ঘটনাও ঘটে।
এর আগে সোমবার পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ ১৯ জন নিহত হওয়ার পর আন্দোলন হঠাৎ সরকারবিরোধী রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে অটল থাকে আন্দোলনকারীরা।
ওলির পদত্যাগ ও সেনা হস্তক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগপত্র জমা দেন। তবে আন্দোলনকারীরা বিভিন্ন মন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক নেতাদের বাড়িঘরে আগুন ও ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী দুপুর থেকে মন্ত্রী ও শীর্ষ নেতাদের হেলিকপ্টারে করে অজ্ঞাত সেনাঘাঁটিতে সরিয়ে নেয়।