আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আসিফ নজরুল

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬

  • শেয়ার করুন

অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের তিনটি নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে। যার একটি বিশ্বকাপ দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির এমন যুক্তি উদ্ভট ও অযৌক্তিক। দলের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ার মতো প্রত্যাশা অবাস্তব।তিনি বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি। তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন এগিয়ে আসা। নির্বাচন যতো এগিয়ে আসবে ততো দলের নিরাপত্তাঝুঁকি বাড়বে।’

আইসিসির দেখানো তিনটি কারণকেই অবাস্তব আখ্যা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না। আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’

ভারতে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করবে, ‘ভারতে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। গত ১৬ মাস অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠিতে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত।

ক্রিকেটের ওপর কারও মনোপলি থাকা উচিত না। আইসিসি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হলে ভারতের কথায় ওঠবস না করে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা নতি স্বীকার করবো না। যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নেই। তারা যখন বলে মুস্তাফিজকে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই।’

  • শেয়ার করুন