প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬
সম্প্রতি দেশের ক্রিকেটে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর সূচনা হয় মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এরপর একে একে আলোচনায় আসে আরও কয়েকটি বিষয় ও নাম। এর মধ্যে ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এবং একই সঙ্গে বিসিবির আরেক পরিচালক ও গায়ক আসিফ আকবর।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে গায়ক আসিফ আাকবরের স্ত্রী বেগম সালমা আসিফ বিপিএল বর্জনকারী ক্রিকেটারদের বিষয়ে কঠোর অবস্থানের কথা বলেন।
তিনি লেখেন, বিপিএল খেলা বর্জনকারী খেলোয়াড়রা যদি আন্তর্জাতিক পর্যায়ের হন, তবে তাদের জাতীয় দল থেকেও বহিষ্কার করা উচিত। স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, অনেক নতুন খেলোয়াড় রয়েছে, যারা সুযোগ পেলে ইনশাআল্লাহ জাতীয় দলে খেলে দেশের সুনাম অর্জন করতে পারবে।
বিসিবি পরিচালকের স্ত্রীর এমন মন্তব্য অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়- কেউ সমর্থন করছেন, কেউ আবার সমালোচনা করছেন।
এদিকে বিপিএলে বৃহস্পতিবার খেলা বন্ধ থাকলেও শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় ম্যাচ শুরু হয়েছে। বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয় ঘটনার পর বিসিবি ও ক্রিকেটাররা বিপিএল খেলা চালিয়ে নেওয়ার বিষয়ে একমত হন।