প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬
ক্রিকেটারদের সংগঠন কোয়াব বয়কট কর্মসূচি প্রত্যাহার না করায় অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি রাতেই আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে বোর্ড সূত্রে।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও তার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া সংকট ক্রমেই গভীর হয়। বিসিবি তাকে সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দিলেও পরিচালক পদ থেকে পূর্ণ পদত্যাগের দাবিতে অনড় থাকে ক্রিকেটাররা। ফলে কোয়াবের ‘সব ধরনের ক্রিকেট বয়কট’ কর্মসূচি অব্যাহত থাকে।
এর প্রভাব পড়ে সরাসরি মাঠেও। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনেই কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস, পরে দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস কোনো দলই মাঠে নামেনি।গ্যালারিতে দর্শক থাকলেও মাঠে ছিল ফাঁকা উইকেট, দর্শকদের ক্ষোভে ওঠে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিস্থিতি সামাল দিতে রাত ৮টায় বিসিবি পরিচালক এবং ৬ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও ক্রিকেটারদের অবস্থান অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্তের পথে হাঁটে বোর্ড। চলমান অচলাবস্থা ও ম্যাচ আয়োজনের বাস্তবতা বিবেচনায় নিয়েই বিপিএল অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিপিএল পুনরায় শুরুর বিষয়ে কোনো সময়সূচি ঘোষণা করা হবে না। সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হলে তবেই নতুন করে সিদ্ধান্ত জানানো হবে।