খুলনায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় নিজ ঘর থেকে খাদিজা খাতুন নামের (১৭) এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা হা‌ফিজনগর এলাকায় নিজ বাসা থে‌কে পু‌লিশ তার মর‌দেহ উদ্ধার ক‌রে।

খাদিজা ওই এলাকার মা‌হি শে‌খের বা‌ড়ির ভাড়া‌টিয়া আসলাম ঢালীর মে‌য়ে। সে খুলনা ক‌লে‌জের দ্বিতীয় ব‌র্ষের ছাত্রী ছি‌লেন। তবে তাত্ক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এলাকাবাসী জানান, রোববার সকাল ৯টার দি‌কে খাদিজা খাতুনদের বাসায় কেউ ছিল না। ওই সম‌য়ে তি‌নি ঘরের চালের কাঠের বাতার সঙ্গে ওড়না পেঁচি‌য়ে আত্মহত্যা ক‌রেন।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ হো‌সেন বলেন, সকাল ১০টার দি‌কে স্থানীয়‌দের মাধ্যমে সংবাদ জে‌নে এখা‌নে আসি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈ‌রি ক‌রে ম‌র্গে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ব‌লেন, খাদিজা আত্মহত্যা ক‌রে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে।
News Source : https://t.ly/9Dqj

  • শেয়ার করুন