Home আঞ্চলিক সংবাদ একদিনে খুলনায় ৪টি ভয়াবহ হা/ম/লা: আতঙ্কে জনজীবন, প্রশ্ন—নিরাপত্তা কোথায়?

একদিনে খুলনায় ৪টি ভয়াবহ হা/ম/লা: আতঙ্কে জনজীবন, প্রশ্ন—নিরাপত্তা কোথায়?

0

খুলনায় একই দিনে ঘটেছে পরপর চারটি ভয়াবহ সহিংসতা, যার ফলে নগরজুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। কুপিয়ে জখম, জবাই করে হ/ত্যা এবং গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বেড়েছে নিরাপত্তাহীনতা।

খালিশপুরে প্রকাশ্যে কুপিয়ে জখম
দুপুর ২টার দিকে নগরীর খালিশপুর জংশন মোড়ে এক যুবকের ওপর হা/ম/লা চালায় দুর্বৃত্তরা। ধারালো অ/স্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা দুই হা/ম/লাকারীকে অ/স্ত্রসহ ধরে পুলিশের হাতে তুলে দেয়।

রাজবাধে জবাই করে হ/ত্যা
হরিণটানা থানার রাজবাধ দক্ষিণপাড়া এলাকায় বাবলু দত্ত (৫০) নামের এক নির্মাণসামগ্রী ব্যবসায়ীকে জবাই করে হ/ত্যা করা হয়। রাত ১১টার দিকে তার বাড়ির পাশে একটি ফাঁকা প্লট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রূপসায় গুলিতে নি/হ/ত ১, আহত ৩
রাতের দিকে রূপসা উপজেলার রাজাপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নি/হ/ত হন শেখপাড়ার যুবক সাব্বির। প্রত্যক্ষদর্শীরা জানায়, তার মাথায় একাধিকবার গুলি করা হয়। একই ঘটনায় আরও তিনজন আহত হন, এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

একই দিনে এই চারটি সহিংস ঘটনায় বিপর্যস্ত খুলনার জনজীবন। সাধারণ মানুষের মধ্যে ভয়, উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অনেকের মুখে একটাই প্রশ্ন—নিরাপত্তা কোথায়? আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কবে?

Exit mobile version