আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়ার পরই তাঁর স্ত্রী রিয়া মনি দ্রুত বগুড়ার উদ্দেশে রওনা হন।
রিয়া মনি জানান, হিরো আলমের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন চলছিল বেশ কিছুদিন ধরে। তিনি বলেন, “সকালে ঘটনাটা শোনার পরই আমি রওনা হয়েছি। এখনও বিস্তারিত কিছু জানি না, শুধু শুনেছি তিনি নাট্যকার জাহিদ হাসান সাগরের বাসায় ছিলেন। অচেতন অবস্থায় প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবো।”
জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদী তীরবর্তী ভাণ্ডারবাড়ি গ্রামে তার বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান। রাতে রিয়া মনিকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে দীর্ঘসময় আলোচনা হয়। পরে তারা আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েন।
পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে জাহিদ হিরো আলমকে ঘুম থেকে তুলতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন তিনি বালিশের পাশে ঘুমের ওষুধ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি হিরো আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে