কয়েক মাসের তীব্র সংঘাতের পর গত বছরের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললেও ইসরাইল তা লঙ্ঘন করে নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।
ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় লেবাননে ইসরাইলি হামলা কিছুটা কমে গেলেও সাম্প্রতিক সময়ে তা আবার বাড়িয়েছে তেলআবিব।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৭ জুন) ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আলী আল তাহির বন, কাফারতাবনিত এবং নাবাতিহ আল ফাওকা হাইটস এলাকায় বোমা বর্ষণ করে। এতে এক নারী নিহত এবং ১১ জন বেসামরিক মানুষ আহত হন। লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এখনো এ হামলার বিষয়ে কোনো বিবৃতি দেননি কিংবা নিন্দাও জানাননি।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা শকিফ পর্বতে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে, যা অগ্নিনির্বাপণ ও প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল।
এর আগের দিন, বৃহস্পতিবার (২৬ জুন) লেবাননের আরও দুটি স্থানে ড্রোন হামলা চালায় ইসরাইল, যেখানে দুজন নিহত হয়।
এদিকে গাজায় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।