Home সারাবিশ্ব তেহরানে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে আতঙ্ক

তেহরানে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে আতঙ্ক

0

টানা ১২ দিনের সংঘাত শেষে ইরান ও ইসরায়েলের মধ্যে গত মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর মধ্যেই ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চল, বিশেষ করে এসলামশাহর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিস্ফোরণের সময় আকাশে একাধিক আলোর ঝলকানি দেখা যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিও ফুটেজে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো নিশ্চিত করা হয়নি।

যুদ্ধবিরতির মধ্যেও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে চলেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরায়েল এখনো তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে এবং যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে।

Exit mobile version