Home রাজনীতি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

0

সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানী ঢাকায় মহাসমাবেশ আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব, যেখানে জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

দুপুর ২টায় শুরু হয় মহাসমাবেশের মূল পর্ব। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।

শাহবাগ থেকে শুরু করে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট পর্যন্ত এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে ভিড় দেখা যায়। তবে টিএসসি সংলগ্ন গেট বন্ধ থাকায় অনেককে সাময়িক ভোগান্তির মুখে পড়তে হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

Exit mobile version