25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

স্থানীয় জনতার হাতে শিশু ধর্ষণকারীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া ওই গ্রামেরই মৃত কাসেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন বিকেলে হাবিল মিয়া প্রতিবেশি ৬ বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করে।
এরই মধ্যে, শনিবার রাতে এলাকাবাসী অভিযুক্ত হাবিল মিয়াকে গ্রামের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় হাবিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর পিটুনিতে অভিযুক্ত হাবিলের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ