25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

গাজাযুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত

গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের সময় এখন পর্যন্ত ৮৮০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতদের নামের তালিকাও প্রকাশ করেছে আইডিএফ। টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে ৩২৯ জন নিহত হন যুদ্ধের প্রথম দিন হামাসের গাজা সীমান্ত আক্রমণে, আর অন্তত ৪৩৬ জন প্রাণ হারান গাজার ভেতরে চালানো স্থল অভিযানে এবং সীমান্তবর্তী সংঘর্ষে।

এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে নিহত ৫৮ পুলিশ সদস্যের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি পুলিশ। নিহতদের মধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

লেবাননের হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষে আরও ৮০ সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এ ছাড়া পশ্চিম তীর এবং ইসরায়েলের অভ্যন্তরে সংঘর্ষে নিহত হয়েছেন আরও ১৭ সেনা। ইরাক থেকে চালানো ড্রোন হামলায় ২ জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে সামরিক বাহিনী।

আইডিএফ জানায়, পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে একজন, লেবানন সীমান্তে গোলাবারুদের ত্রুটিতে একজন এবং উত্তর ইসরায়েলে ট্যাংক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন—যাদের মৃত্যুও চলমান যুদ্ধের প্রেক্ষাপটেই বিবেচিত হচ্ছে।

এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ১,২০০ ইসরায়েলির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ইসরায়েলি বাহিনীর গাজাজুড়ে চালানো ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ