25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

নরসিংদীতে ছেলেকে দেখে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-বাবার

নরসিংদীতে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক প্রবাসী ও তার স্ত্রী মারা গেছেন।
সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দরগারিয়া এলাকায় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের আমিনুল ইসলাম জন মিয়া (৪৮) ও তার স্ত্রী আখিনুর বেগম (৪৫)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাকিরুল ইসলাম জানান, নিহত দম্পতি সাভারে ছেলের কাছে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে চিনিশপুরের দরগারিয়া এলাকায় একটি অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে নিহতদের ছেলে ও স্বজনরা এসে শনাক্ত করেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ