অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্বৈরাচার পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা না করতে হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আশা করি, ভবিষ্যতে কেউ যদি স্বৈরাচার হতে চায়, জনগণ সঙ্গে সঙ্গে তার পতন ঘটাবে। কারণ, জনগণ যখন রাস্তায় নামে, তখন কোনো শক্তিই তাদের থামাতে পারে না।”
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।