Home রাজনীতি আমৃত্যু জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ : সারজিস আলম

আমৃত্যু জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ : সারজিস আলম

0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঘোষণা দিয়েছেন, “জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াই” তিনি অব্যাহত রাখবেন।

সোমবার (৩০ জুন) দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “জুলাইয়ের প্রথম প্রহরে আমরা রওনা দিয়েছি বাংলাদেশের ৬৪ জেলার উদ্দেশ্যে। আমৃত্যু এই জুলাই আন্দোলন টিকিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ।”

এর আগে আরেক পোস্টে তিনি অভিনন্দন জানান পঞ্চগড় জেলার সদ্য অনুমোদিত যুবশক্তির আহ্বায়ক কমিটিকে।

সারজিস আলম লিখেছেন, “বাংলাদেশের রাজনীতিতে তরুণদের মাধ্যমে নতুন এক রাজনৈতিক ধারা সূচিত হোক—এই প্রত্যাশা করি। আপনারা এমন প্রতিনিধি হয়ে উঠুন, যাদের নিয়ে পঞ্চগড়বাসী গর্ব করতে পারে।”

Exit mobile version