26.4 C
Khulna
Monday, July 7, 2025

নিজের প্রতারণা ঢাকতে মিথ্যা মামলা ও গুম নাটক সাজিয়েছেন ‘গুম পরিবারের প্রধান সমন্বয়ক

নিজের প্রতারণা ঢাকতেই একের পর এক মিথ্যা মামলা এবং ‘গুম নাটক’ সাজিয়েছেন ‘বাংলাদেশ গুম পরিবার’ সংগঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন। চ্যানেল ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদন ‘সার্চলাইট’-এ উঠে এসেছে, তিনি গুম না হয়েও নিজেকে গুমের শিকার হিসেবে উপস্থাপন করে প্রতারণার শিকার মানুষদের বিপদে ফেলেছেন।

২০১৬ সালের ১০ অক্টোবর, দুপুর ১২টা ২৫ মিনিটে কল্যাণপুর থেকে ১০-১৫ জন লোক তাকে তুলে নিয়ে যায়—এমন দাবি করেন বেল্লাল। তার ভাষ্য অনুযায়ী, ৩২ দিন ‘গুম’ থাকার পর ১০ কোটি টাকার বিনিময়ে মুক্তি পান তিনি। তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার আমলে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। হলি আর্টিজান, বাংলা ভাই, জেএমবি—সবই নাটক।”

তবে এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পায়নি চ্যানেল ২৪-এর অনুসন্ধান দল। খোঁজ নিয়ে দেখা গেছে, বেল্লাল হোসেন একজন আবাসন ব্যবসায়ী। ‘লেক্সাস ডেভেলপার্স লিমিটেড’ নামের কোম্পানির কর্ণধার হিসেবে কুয়াকাটায় জমি বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। জমি বুঝে না পেয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা।

এক গ্রাহক বলেন, “সিটি হাসপাতালের এমডিসহ কয়েকজন পার্টনার মিলে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। ভুয়া জমি দেখিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন।”

অভিযোগ রয়েছে, জমি কেনার ১২ বছর পেরিয়ে গেলেও কেউই মালিকানা পাননি। উল্টো অভিযোগ করলেই ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন বেল্লাল।

আরেক ভুক্তভোগীর অভিযোগ, “আওয়ামী লীগের সময় এমপি-মন্ত্রীদের দিয়ে অফিস উদ্বোধন করিয়েছেন, কেক কাটার ছবি পর্যন্ত আছে। কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরই তিনি নিজেকে ‘গুম পরিবারের সমন্বয়ক’ হিসেবে উপস্থাপন করতে শুরু করেন।”

এর আগেও দুইবার অপহরণ মামলা করেছিলেন বেল্লাল, কিন্তু দুটোতেই পরাজিত হন। সর্বশেষ, ২০২৫ সালের ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার নাম জড়িয়ে আবারও ‘গুমের’ অভিযোগে মামলা করেন তিনি।

এই মামলার ভবিষ্যৎ প্রসঙ্গে সাবেক জেলা জজ ও আইনজীবী শাহজাহান সাজু বলেন, “এই মামলা টিকবে না। কিন্তু যতদিন মামলা চলবে, ততদিন ভুক্তভোগীদের হয়রানি ও ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে।”

জানা গেছে, বেল্লাল হোসেন এমন তিনটি ‘গুম মামলা’ করেছেন। এর মধ্যে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে দাখিল করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ