Home রাজনীতি আ.লীগের ব্যবসাগুলো কারা চালায় আমরা জানি: হাসনাত আবদুল্লাহ

আ.লীগের ব্যবসাগুলো কারা চালায় আমরা জানি: হাসনাত আবদুল্লাহ

0

জয়পুরহাটে এনসিপির পথসভায় হাসনাত আবদুল্লাহ: “স্বৈরাচারকে বিতাড়িত করেছি, এখন সংবিধান পুনর্গঠনের সময়”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “গত বছর জুলাইয়ে আমরা ছাত্র-জনতা আবেগের বশে নয়, অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম। আমরা বুকের রক্ত দিয়ে যেই স্বৈরাচার দেশের ঘাড়ে চেপেছিল, তাকে ভারতমুখী করে তাড়িয়েছি। সেই ‘মাদার অব টেরোরিস্ট’ মাঝে মাঝে সীমান্তে ঢোকার চেষ্টা করে—কিন্তু জয়পুরহাট সীমান্ত দিয়ে কি আর ঢুকে পড়তে পারবে? না, আর কখনোই না।”

শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির পঞ্চম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এ সভার আয়োজন করে। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে শহরের সিও কলোনি এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

পথসভায় হাসনাত বলেন, “অনেক রাজনৈতিক দল আমাদের আন্দোলনকে আবেগনির্ভর বলে খাটো করছে। তারা বলছে, এই আন্দোলনের সংবিধানে জায়গা নেই। কিন্তু আপনারা বলুন—জুলাই কি সংবিধানে জায়গা পাওয়া উচিত? হ্যাঁ। যারা এই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আসলে পুরনো স্বৈরশাসকদের পুনর্বাসনের চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “এলাকায় কারা চাঁদাবাজি করে, সন্ত্রাস চালায়—সব আমরা জানি। আওয়ামী লীগের ছত্রছায়ায় এসব চলেছে। এবার আর তা চলতে দেওয়া হবে না। মন্দির ভাঙা, মাদ্রাসা-স্কুলের শিক্ষার্থীদের রাস্তায় গুলি করে হত্যা—এসব বর্বরতা বাংলাদেশে আর ফিরবে না।”

হাসনাত আবদুল্লাহ সংবিধান নিয়েও তীব্র সমালোচনা করেন। বলেন, “যেই সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে, সেই সংবিধানের দোহাই দিয়ে মধ্যরাতের ভোট হয়েছে। যারা এই নির্বাচন করেছে, তারা এখন জনগণের রোষে জুতার মালা পরে রাস্তায় নামছে। তাই ছাত্র-জনতার আবেগকে অবজ্ঞা করবেন না।”

তিনি বলেন, “অনেক দল এখন বাহাত্তরের মুজিববাদী সংবিধানের পাহারাদার হয়ে উঠেছে। কিন্তু আমাদের ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে একাত্তর ও চব্বিশের ভিত্তিতে—এই দুই তারিখেই আমাদের নবযাত্রার বীজ রয়েছে।”

সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এবারের আন্দোলন শুধু সরকার পরিবর্তনের নয়, এটা নতুন দেশ গঠনের সংগ্রাম।”

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Exit mobile version