Home রাজনীতি জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

0

কিশোরগঞ্জের মিঠামইনের আলোচিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদপান ও নাচ-গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি এই নেতাকে ৪৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মদ্যপ অবস্থায় গান গাইতে এবং নাচতে। ভিডিওটি প্রকাশের পরপরই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ফেসবুকে অনেকেই এটি শেয়ার করে কড়া সমালোচনা করছেন।

জানা গেছে, কিছুদিন আগে মিঠামইন থানা পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলায় অভিযুক্ত ওমর ফারুককে ঘাগড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠান। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। জামিনে বেরিয়েই তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন গ্রামে গোপনে বৈঠক করে চলেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, জামিনে মুক্তির পর থেকেই ওমর ফারুক প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এছাড়াও, ঘাগড়া ইউনিয়নে প্রভাব বিস্তার এবং অর্থবাণিজ্যের উদ্দেশ্যে তিনি সাংবাদিকসহ সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে চলেছেন বলেও অভিযোগ উঠেছে।

সম্প্রতি ২ জুলাই তিনি স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ আটজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালত সেটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ওমর ফারুক ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, “ভাইরাল-সাইরাল আপনারা দেখেন, এসব শুনতে আমি রাজি না,” বলে ফোন কেটে দেন।

Exit mobile version