Home আঞ্চলিক সংবাদ খুলনায় এনসিপি’র পদযাত্রা সফল করতে মহানগর-জেলার নেতৃবৃন্দের মতবিনিময়

খুলনায় এনসিপি’র পদযাত্রা সফল করতে মহানগর-জেলার নেতৃবৃন্দের মতবিনিময়

0

খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা এনসিপির নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, আগামী ১১ জুলাই রাত ৮টায় নগরীর শিববাড়ি মোড় এবং ১২ জুলাই সকাল ১০টায় খালিশপুর পিপলস মোড় থেকে এনসিপি’র দুটি পৃথক পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

সভায় খুলনা মহানগর ও জেলা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় করণীয়, প্রস্তুতি এবং সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের স্বার্থে এই পদযাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয় সভায়।

সভা শেষে কর্মসূচি সফল করতে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Exit mobile version