‘দেশ গড়ার লক্ষ্যে জুলাই পদযাত্রা’সহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মসূচিতে ব্যানার ছেঁড়াসহ কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করা হলে বাধাদানকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো—এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৭ জুলাই) নাটোরে এক সভায় তিনি বলেন, “আমরা খবর পেয়েছি, নাটোরে আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমি স্পষ্ট করে বলছি—যারা এক বছর আগে এমন কাজ করেছে, তারা আজ বাংলাদেশে নেই। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও একই পরিণতি ভোগ করতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নাটোরের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই সম্ভব হয়েছে। এবার আমাদের লক্ষ্য—দেশ পুনর্গঠন। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে গণতন্ত্র, সমতা ও ইনসাফ থাকবে। থাকবে না কোনো দুর্নীতি বা বৈষম্য।”
নাহিদ ইসলাম দেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, “আপনারা তরুণদের পাশে থাকুন, তাহলেই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারব।”
এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, “জুলাই ঘোষণা ও জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা এনসিপি সহ্য করবে না।”