25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে

ভোটের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে দেশের তরুণদের বড় একটি অংশ মনে করছেন—আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। এমন মতামতের চিত্র উঠে এসেছে ‘সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)’ পরিচালিত এক সাম্প্রতিক জরিপে।

জরিপ অনুযায়ী, ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের মধ্যে ৩৮.৭৬ শতাংশ মনে করেন, বিএনপি সর্বাধিক ভোট পাবে। ২১.৪৫ শতাংশ তরুণ জামায়াতকে দ্বিতীয় স্থানে দেখছেন। এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) পাবে ১৫.৮৪ শতাংশ ভোট, আওয়ামী লীগ পাবে ১৫ শতাংশের কিছু বেশি। জাতীয় পার্টি ও অন্যান্য দল পাবে যথাক্রমে ৩.৭৭ ও ০.৫৭ শতাংশ ভোট। এছাড়া অন্যান্য ধর্মীয় দলগুলোর প্রতি ভোটদানের সম্ভাবনা রয়েছে ৪.৫৯ শতাংশ তরুণের।

এ জরিপে অংশগ্রহণকারী ১৫.১ শতাংশ তরুণ নিরপেক্ষ থেকেছেন, কোনো মত দেননি।

জরিপে দেখা যায়, সমাজ ও রাজনীতির নানা ইস্যু তরুণদের জীবনকে কীভাবে প্রভাবিত করছে, তা নিয়েও তাদের মতামত নেওয়া হয়েছে।

মব জাস্টিস: ৭১.৫ শতাংশ তরুণ মনে করেন, দেশে মব জাস্টিসের ঘটনা বাড়ছে।

নিরাপত্তা উদ্বেগ: আগুন লাগানো, ডাকাতি ও চুরির ঘটনায় ৮০.২ শতাংশ তরুণ উদ্বিগ্ন।

রাজনৈতিক সহিংসতা: ৪৬.৭ শতাংশ তরুণ ক্যাম্পাসে সংঘর্ষ ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পক্ষপাতদুষ্ট গ্রেপ্তার: ৫৬.২ শতাংশ মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার ও মামলা জীবনে প্রভাব ফেলছে।

লিঙ্গভিত্তিক সহিংসতা: ৫৩.৬ শতাংশ তরুণ মনে করেন, এটি তাদের জীবনে প্রভাব ফেলছে।

এছাড়া সরকারি চাকরির পরীক্ষার সময়সূচি ও বিলম্ব নিয়ে ৩৭.৪ শতাংশ তরুণ অসন্তোষ প্রকাশ করেছেন।

‘যুবসমাজের পরিবর্তন: চাকরি, শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ’ শীর্ষক এই গবেষণায় ২ হাজার তরুণ-তরুণীর মতামত সংগ্রহ করা হয়। এতে ১৭টি কেস স্টাডিও অন্তর্ভুক্ত ছিল, যেখানে তরুণদের জীবন ও মতামতের নানা দিক উঠে এসেছে।

জরিপটি পরিচালনা করেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহান। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন, নীলাদ্রি নভিয়া নভেলি ও মো. রজিব।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ