Home রাজনীতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, জয় আমাদের সুনিশ্চিত : মির্জা ফখরুল

নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, জয় আমাদের সুনিশ্চিত : মির্জা ফখরুল

0

সিলেটে বিএনপির দোয়া মাহফিলে নির্বাচনের
সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, মানুষের কাছে যান। মানুষ যাতে বুঝতে পারে, বিএনপি ছাড়া উপায় নেই।’ তিনি বলেন, কেউ যেন বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না তুলতে পারে, এমনভাবে সবাইকে রাজপথে থাকতে হবে।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ভর করছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। এসময় অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে জানান, তিনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করেছেন।

সিলেটের গুরুত্ব তুলে ধরে ফখরুল বলেন, এই স্থান শুধু ইসলামের ইতিহাসেই গুরুত্বপূর্ণ নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িও সিলেটে, যা আমাদের কাছে সিলেটকে আরও প্রিয় করে তোলে। তিনি বলেন, ‘শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র এনে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ৩১ দফা দিয়েছি।’

এসময় তিনি ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাদের স্মরণ করে বলেন, ১৫ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হাজারো হত্যা ও ১৭শ’ জনকে গুম করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপির উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আজ যখন বিএনপি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তখনই ষড়যন্ত্র ও অপপ্রচার বাড়ানো হয়েছে।’

নিপুণ রায় চৌধুরী বলেন, ‘সিলেটের শাহজালাল (রহ.) এর পুণ্যভূমি থেকেই গণতন্ত্র উদ্ধারের যাত্রা শুরু হলো।’

Exit mobile version