Home সারাবিশ্ব পর্ন ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাপানের তারকা

পর্ন ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাপানের তারকা

0

জাপানের প্রাক্তন পর্ন তারকা রায়ে লিল ব্ল্যাক নতুন জীবনের সন্ধানে পা দিয়েছেন ভিন্ন এক পথে। নীল ছবির জগতকে বিদায় জানিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নতুন নাম রেখেছেন নূরে ইস্তেকবাল।

এক ভিডিও বার্তায় তিনি জানান, “টাকা, খ্যাতি, যশ—সবই ছিল আমার জীবনে, কিন্তু ভেতরে ছিল এক অজানা শূন্যতা। সেই শূন্যতাই আমাকে আল্লাহর পথে হাঁটার অনুপ্রেরণা দেয়।”

২০২৪ সালে মালয়েশিয়ায় এক বন্ধুর সঙ্গে সাক্ষাতের সময় তার জীবনে এই বড় পরিবর্তন আসে বলে জানান তিনি। ইসলাম গ্রহণের পর এখন তিনি নিয়মিত নামাজ আদায় করেন, রোজা রাখেন এবং ইসলামিক জীবনযাপন অনুসরণ করছেন।

গত রমজানে কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রোজা রাখার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

বর্তমানে নূরে ইস্তেকবাল ইসলামিক বিষয়বস্তু নিয়ে টিকটক ও ইনস্টাগ্রামে নিয়মিত কনটেন্ট তৈরি করছেন। যদিও তার এই রূপান্তর নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ একে “সস্তা জনপ্রিয়তা পাওয়ার কৌশল” বলেও আখ্যা দিয়েছেন।

এ নিয়ে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “আমি জান্নাতে যাব কি না, আমার পাপ ক্ষমা হবে কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজেদের আমল দেখো, আমি আমার পথ বুঝে নিয়েছি।”

Exit mobile version