যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার বেইত হানুন এলাকায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। সোমবার (৮ জুলাই) রাত ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
ইসরাইলের সামরিক বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়, পদাতিক বাহিনী স্থানীয় সময় রাত ১০টার পর পায়ে হেঁটে অভিযানে গেলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে সেনারা হতাহত হন। উদ্ধার কার্যক্রমের সময়ও গোলাগুলির মুখে পড়েন সেনারা। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে দুই সেনার নাম প্রকাশ করেছে আইডিএফ—সার্জেন্ট মেইর শিমন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ (২০)। বাকি নিহতদের নাম পরে প্রকাশ করা হবে।
ঘটনার সময় নেটজাহ ইহুদা ব্যাটালিয়ন ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে গাজার উত্তরাঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করছিল বলে জানায় টাইমস অব ইসরাইল।
এই হামলার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে ছিলেন, যেখানে তিনি গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করছেন।