ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছিল সবাই, কিন্তু বিএনপি সংসদে গিয়ে সেই নির্বাচনকে বৈধতা দিয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর সভাপতি মাওলানা হোসাইন আহমদ। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী এবং রাজশাহী জেলা সভাপতি মাওলানা মুরশিদ আলম ফারুকী।
ফয়জুল করীম বলেন, “বিএনপি আমাদের আওয়ামী লীগের দালাল বলে। অথচ আমরা ২০১৪ সালের একতরফা নির্বাচনে অংশ নেইনি। ২০১৮ সালের ভোটে সব দল অংশ নেওয়ায় আমরাও অংশ নিয়েছিলাম, তবে গণভবনে যাইনি। সেই সময় মির্জা ফখরুল পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।”
তিনি বলেন, “যে নির্বাচন সবাই প্রত্যাখ্যান করেছে, সেই নির্বাচনের সংসদে বিএনপি ২০২২ সাল পর্যন্ত ছিল। তারা নিজেরাই সেই সংসদকে বৈধতা দিয়েছে। অথচ আজ তারা আমাদের বিরুদ্ধে উল্টো কথা বলছে।”
বিএনপির রাজনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, “আন্দোলনের নামে পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করেছে বিএনপি। নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে বহু মানুষ নিহত ও পঙ্গু হয়েছে। এখনো ক্ষমতায় যায়নি, এরই মধ্যে এমন পরিস্থিতি—তাহলে ক্ষমতায় গেলে কী হবে?”
তিনি অভিযোগ করেন, “চাঁদাবাজি এমন পর্যায়ে পৌঁছেছে, বিএনপি এখন এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা তোলে না। তবে মানুষ এখন অনেক সচেতন, আগের মতো নেই।”