Home সারাবিশ্ব সদ্য বরখাস্ত রুশ মন্ত্রী নিহত, গুলির চিহ্ন মিলেছে শরীরে

সদ্য বরখাস্ত রুশ মন্ত্রী নিহত, গুলির চিহ্ন মিলেছে শরীরে

0

রাশিয়ায় বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই গুলিবিদ্ধ অবস্থায় এক সাবেক মন্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

নিহত রোমান স্তারোভোয়িত (৫৩) রাশিয়ার যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার মস্কোর উপকণ্ঠ ওদিন্তোসোভো এলাকায় নিজ গাড়ির ভেতর তাঁর মরদেহ পাওয়া যায়। শরীরে গুলির চিহ্ন ছিল।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সই করা এক আদেশে তাঁকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোও তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে আত্মহত্যার খবর নিশ্চিত করেছে। চলতি বছরের মে মাসে তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব নেন। এর আগে ছিলেন ইউক্রেন-সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর, যেখানে সম্প্রতি রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রুশ গণমাধ্যমগুলোর দাবি, স্তারোভোয়িতকে বরখাস্তের পেছনে কুরস্কে সীমান্ত সুরক্ষা তহবিল তছরুপ ও দুর্নীতির একটি সম্ভাব্য মামলার সংশ্লিষ্টতা রয়েছে।

তবে প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই বরখাস্তের সঙ্গে আস্থাহীনতার কোনো যোগ নেই।

Exit mobile version