জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, “আমাদের অনেকে মনে করে আমরা মোল্লা কিংবা চাঁদাবাজ। এটা যেন দুই বিষের এক বিষ। কিন্তু না, জিয়াউর রহমানের দল তা নয়। তার দল প্রগতিশীল— সর্বদা আধুনিকতার পক্ষে।”
সোমবার (৭ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর চর্থা এলাকায় ‘বিবেক’ টিমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর বলেন, “২০০১ থেকে ২০০৬ পর্যন্ত কিছু রাজনৈতিক ঝামেলার কারণে আমি অনেক ভুগেছি। তবে আমরা আশাবাদী, ভবিষ্যতে এমনটা আর হবে না। তখন এমন কিছু ঘটেছিল যা ভবিষ্যতে আর পুনরাবৃত্তি হবে না।”
সংগীত প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে ৯০ দশকের মিউজিককে গর্বের বিষয় হিসেবে দেখা হয়। আমি নিজে ৮৯ সালের ছাত্র। সে সময় ব্যান্ড আন্দোলনের সূচনা হয়েছিল— রেনেসাঁ, ফিডব্যাক, এলআরবি, মাইলস, ওয়ারফেজ, আর্কসহ অনেক ব্যান্ড উঠে এসেছিল। সেই সময় জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে শিল্পীদের ডেকে বলেছিলেন— ‘দেশে আধুনিক সংগীত চালু করতে হবে। কী দরকার? কী চাও তোমরা?’ তখন শিল্পীরা জানিয়েছিলেন, বিদেশি বাদ্যযন্ত্র আনতে উচ্চ শুল্ক বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি সেই শুল্ক বাতিল করেন। এর মাধ্যমেই বাংলাদেশে আধুনিক সংগীতের যাত্রা শুরু হয়।”
তিনি আরও বলেন, “স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, কৃষি পুরস্কারসহ দেশের সব জাতীয় পুরস্কারের প্রবর্তন শহীদ জিয়াউর রহমানই করেছিলেন। এগুলোর কোনোটিই আওয়ামী লীগের আমলে চালু হয়নি। এসব অর্জন আমাদের সামনে তুলে ধরতে হবে।”
মতবিনিময়কালে ‘বিবেক’ টিমের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য সদস্যদের সঙ্গে সময় কাটান আসিফ আকবর। এ সময় তিনি বিবেক অফিসও পরিদর্শন করেন।