25.8 C
Khulna
Wednesday, July 9, 2025

সাবেক এমপি আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

নীলফামারীর চার মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো হয়েছে

নীলফামারী সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জেলার চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ৩টার দিকে তাঁকে ভার্চুয়ালি নীলফামারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক মো. মোশাররফ হোসেন।

নীলফামারী সদর থানার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। গ্রেপ্তার দেখানো মামলাগুলোর মধ্যে রয়েছে দুটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনের আওতায় দায়ের করা দুটি মামলা। এসব মামলার মূল আসামি হিসেবে আসাদুজ্জামান নূরের নাম উঠে এসেছে।

আদালত সূত্রে জানা গেছে, হত্যা মামলায় নিহতরা হলেন—নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানী এবং জামায়াতকর্মী আবু বক্কর সিদ্দিক। আন্দোলনের সময় সহিংসতার অভিযোগে করা অন্য মামলাগুলোর বাদীরাও আদালতের অনুমতি নিয়ে মামলাগুলো সদর থানায় রেকর্ড করেন।

এর আগে, ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিয়াম ও মামুন হত্যা মামলায় গত বছরের ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে ঢাকার বেইলি রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৯ সেপ্টেম্বর তাঁকে মামুন হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

আজকের ভার্চুয়াল শুনানিতে তাঁকে কাশিমপুর কারাগার থেকে আদালতে সংযুক্ত করা হয়।

নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, সদর থানার চারটি মামলায় তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে আদালত সাবেক সাংসদ নূরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যাসহ মোট চারটি মামলায় আজ তাঁকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

উল্লেখ্য, এসব মামলা ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নীলফামারীতে দায়ের হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ