25.9 C
Khulna
Thursday, July 10, 2025

আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির আদেশ শুরু থেকেই অবৈধ বলে উল্লেখ করা হয়েছে এবং তা বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাকে ৩০ দিনের মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে। পুনর্বহালের সময় তার জ্যেষ্ঠতা এবং বকেয়া সব বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক হিসেবে দায়িত্বে থাকা শরীফ উদ্দিনকে বরখাস্ত করা হয়েছিল।

রায়ের প্রতিক্রিয়ায় তার আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন জানান, আদালত শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির আদেশকে শুরু থেকেই বাতিল ঘোষণা করেছে, ফলে তিনি চাকরির পূর্ণ স্বীকৃতি ও সুবিধা পাবেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ