25.9 C
Khulna
Friday, July 11, 2025

বিনামূল্যে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে গুরুতর আহতরা

সরকার জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য রাজধানীতে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে, যা বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রকল্পটি রাজধানীর মিরপুর ৯ নম্বর সেকশনে বাস্তবায়িত হবে।

গৃহায়ণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে প্রায় ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট। প্রত্যেকটি ফ্ল্যাটে থাকবে তিনটি বেডরুম, একটি ড্রয়িংরুম, ডাইনিং ও তিনটি ওয়াশরুম। এসব ফ্ল্যাট জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের ও শহীদদের পরিবারের মধ্যে বিনামূল্যে বরাদ্দ দেওয়া হবে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির জানিয়েছেন, প্রকল্পের ভবনগুলো নির্মাণে সময় লাগবে চার বছর। কারা কারা এই ফ্ল্যাট পাবেন, তা নির্ধারণে আলোচনা করবে জুলাই অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

গত ৭ জুলাই পরিকল্পনা কমিশনে ‘ঢাকার মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানে এক হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি নিয়ে পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের পক্ষ থেকে প্রকল্পটির বিষয়ে ইতিবাচক মতামত দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ