Home রাজনীতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে

0

বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলটির কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বারবার এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এনসিপি নেতাকর্মীরা বলেন, পুলিশের গাফিলতির কারণেই একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এখনো পর্যন্ত দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তারা জানান, এ ধরনের হামলা চালিয়ে তরুণদের অগ্রযাত্রা থামানো যাবে না।

উল্লেখ্য, এর আগেও ২৩ জুন ও ৩ জুলাই এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

Exit mobile version