ফেনীতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত নতুন নতুন এলাকা, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন
ফেনীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ২১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। তীব্র স্রোতে ছাগলনাইয়ার গ্রামগুলোতে পানি ঢুকছে, তলিয়ে গেছে একাধিক সড়ক।
দুই উপজেলার বহু এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ৩১ হাজার ২০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগেও বিপর্যয় দেখা দিয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী নদীর ১১টি, কহুয়া নদীর ৬টি ও সিলোনিয়া নদীর ৪টি অংশ ভেঙে গেছে, প্লাবিত হয়েছে ১০০টির বেশি গ্রাম। সময়ের সঙ্গে বাড়ছে প্লাবিত এলাকার সংখ্যা।
জেলায় ৪৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাত হাজার মানুষ আশ্রয় নিয়েছে। ছয় উপজেলায় ত্রাণ কার্যক্রমের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ১৭ লাখ টাকা। পরিস্থিতি নজরদারিতে রয়েছে জেলা প্রশাসন।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, বৃহস্পতিবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি কমলেও বাঁধ ভাঙন দিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।