Home সারাবাংলা ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

0

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, অর্থাৎ এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ১৩৪-এ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। গত বছর, ২০২৪ সালে, এই হার ছিল ৮৩.০৪ শতাংশ। সেই তুলনায় এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এবারও ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। ছাত্রদের মধ্যে পাসের হার ৬৫.৮৮ শতাংশ, আর ছাত্রীদের মধ্যে ৭১.০৩ শতাংশ। এ নিয়ে টানা ১০ বছর এসএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

এ বছর সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। ফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও এ বছর কমেছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।

Exit mobile version