অদম্য মেধার আরেক দৃষ্টান্ত স্থাপন করলো লিতুন জিরা। হাত-পা ছাড়া জন্ম নিয়েও জীবনসংগ্রামে কখনও পিছু হটেনি এই সাহসী কিশোরী। এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে আবারও প্রমাণ করেছে তার প্রতিভা ও অধ্যবসায়।
যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির ছোট মেয়ে লিতুন। সে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
ফলাফল প্রকাশের পর পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে। সন্তোষ প্রকাশ করে লিতুন জিরা জানায়, ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় সে। তার স্বপ্ন—সমাজের পিছিয়ে পড়া ও আর্তমানবতার পাশে দাঁড়ানো।
এর আগেও পিইসি ও জেএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছিল লিতুন। পেয়েছিল প্রাথমিক বৃত্তিও। শ্রেণিতে সবসময় ছিল সেরা শিক্ষার্থী, পাশাপাশি সংস্কৃতিচর্চায়ও রেখেছে উজ্জ্বল উপস্থিতি। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন প্রতিযোগিতায়ও কুড়িয়েছে প্রশংসা ও স্বীকৃতি।
শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। বরং একাগ্রতা, সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়েই সে জয় করে চলেছে একের পর এক সাফল্যের মঞ্চ। বড় ভাই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আর লিতুন এগিয়ে চলেছে নিজের স্বপ্নপথে—একটি মানবিক ও আলোকিত ভবিষ্যতের দিকে।