31.5 C
Khulna
Friday, July 11, 2025

যমজ দুই ভাইয়ের অভূতপূর্ব সাফল্য, প্রতিটি বিষয়ে একই নম্বর!

শরীয়তপুর সদর উপজেলার সুবচনী উচ্চ বিদ্যালয়ের যমজ দুই ভাই জিহাদ হাসান ও বায়জিদ হাসান এবারের এসএসসি পরীক্ষায় দুর্দান্ত ফলাফল অর্জন করেছে। দুজনই জিপিএ–৪.৭৮ পেয়েছে, এবং আশ্চর্যের বিষয় হলো—প্রতিটি বিষয়ে তাদের প্রাপ্ত নম্বর একেবারেই এক!

একই দিনে জন্ম, দেখতে প্রায় একই রকম, আর এবার এসএসসিতেও একই রকম সাফল্য—সব মিলিয়ে বিস্মিত সবাই। বিদ্যালয়, পরিবার ও স্বজনদের মাঝে বইছে আনন্দের বন্যা।

জিহাদ ও বায়জিদ বিজ্ঞান বিভাগ থেকে ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এ প্লাস পেয়েছে। বাংলা ও রসায়নে পেয়েছে এ গ্রেড, আর গণিত ও উচ্চতর গণিতে পেয়েছে এ মাইনাস।

তাদের মধ্যে একটু আক্ষেপও আছে, অল্পের জন্য জিপিএ-৫ না পাওয়ায়। তবে লক্ষ্য রয়েছে স্পষ্ট—দুই ভাই একসঙ্গে হতে চায় মেরিন অফিসার।

বায়জিদ বলেন, “আমরা সব সময় একসঙ্গে পড়েছি, একসঙ্গে চলাফেরা করেছি। একই শিক্ষকের কাছে পড়েছি। এজন্য ফলাফলও এক হয়েছে। আমাদের স্বপ্ন—একসঙ্গে মেরিন অফিসার হবো।”

তাদের বাবা-মা সন্তানের এই সাফল্যে দারুণ খুশি ও গর্বিত। তারা সবার কাছে দোয়া চেয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার বলেন, “দুই ভাইয়ের এমন ফলাফল বিরল এবং বিস্ময়কর। প্রতিটি বিষয়ে একই নম্বর পাওয়া সত্যিই আশ্চর্যজনক।”

এই যমজ দুই ভাইয়ের মিল আর সংগ্রামের গল্প হয়ে উঠেছে অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ