Home রাজনীতি পাবনায় বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাবনায় বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

0

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে আদনানুর রউফ রুদ্র বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলায় নয়ন খা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সুজানগর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মজিবর খা ও সদস্য সচিব রউফের অনুসারীদের মধ্যে গত ৯ জুলাই বিকেলে সংঘর্ষে ব্যাপক মারধর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের পাবনা, রাজশাহী ও ঢাকায় ভর্তি করা হয়। ঘটনার পর ভাইরাল হওয়া ছবি ও ভিডিও দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা পুলিশকে তথ্য দিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিদল।

মামলার অধিকাংশ আসামি সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব ও আব্দুল হালিম সাজ্জাদের অনুসারী। অপরদিকে গুরুতর আহত রউফ কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিনের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, মজিবর খার নেতৃত্বাধীন একটি চক্র বালু চুরি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত। এ চক্রটির বিরুদ্ধে আগেও ইউএনওকে মারধরের চেষ্টা ও জামায়াত নেতাদের পিটিয়ে আহত করার অভিযোগ ছিল।

বাজারের ব্যবসায়ীরা বলছেন, এসব নেতাদের লাগাম টেনে ধরা না হলে ভবিষ্যতে আরও বড় অপঘাত ঘটতে পারে। ফুটপাত থেকে শুরু করে সবখানেই চলছে অবৈধ চাঁদাবাজি, আর প্রশাসন নীরব।

Exit mobile version