Home রাজনীতি যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: টাইগার

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: টাইগার

0

বিএনপি প্রার্থীকে সিজদার উদ্ভট মন্তব্য, সমালোচনার মুখে রেজাউল করিম টাইগার

পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী এবং জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে উদ্দেশ্য করে ‘সিজদা করতে হবে’—এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির প্রভাবশালী নেতা রেজাউল করিম ওরফে টাইগার।

সম্প্রতি চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আয়োজিত এক আনন্দ মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার (তুহিনের) পায়ে।” এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বক্তব্যে তিনি আরও বলেন, “যারা তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার চালাবে বা থেকে বিরোধিতা করবে, তারা প্রতিফল পাবে। তার কোনো বিকল্প নেই।”

বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা মহান আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারি না। রেজাউলের এমন বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর। তার উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। এ ধরনের কথা বলার ফলে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।”

বিষয়টি নিয়ে একাধিকবার ফোন করেও রেজাউল করিম টাইগারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “রেজাউল করিমের মুখে এমন কথা শোভা পায় না। তিনি সত্যিই এমন কিছু বলে থাকলে তা দুঃখজনক। আমি বিষয়টি খোঁজ নিয়ে জানাব।”

Exit mobile version