Home সারাবাংলা ককটেল ফাটিয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণের চেষ্টা, যুবদল নেতাসহ আটক ২

ককটেল ফাটিয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণের চেষ্টা, যুবদল নেতাসহ আটক ২

0

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে অর্ধশতাধিক সন্ত্রাসী। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার খুরিয়া খেয়াঘাটসংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হামলাকারীদের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মো. ফিরোজ খাঁন তাপস। এ সময় পরিষদ চত্বরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় তারা। হামলায় ইউপি সদস্য সোহেল খাঁনসহ অন্তত ১০ জন আহত হন। পরে নৌবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফিরোজ খাঁন তাপস ও তার সহযোগী রাসেল আকনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে চেয়ারম্যান মিঠু নিয়মিত কার্যক্রম শুরু করলে কিছুক্ষণের মধ্যেই যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা পরিষদে হানা দেন। তারা চেয়ারম্যানকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় পরিষদে সেবা নিতে আসা নারী-পুরুষ মানবপ্রাচীর গড়ে তাকে রক্ষা করেন। বাধা দিতে গিয়ে ইউপি সদস্য সোহেল খাঁনসহ অনেকেই হামলার শিকার হন।

ঘটনার পর আমতলী সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালতলী-আমতলী সার্কেল) তারিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, এর আগেও ১৬ জুন চেয়ারম্যান মিঠুকে পরিষদে ঢুকতে বাধা দিয়েছিলেন ফিরোজ খাঁন। পরে ১৯ জুন চায়ের দোকানে অবরুদ্ধ করে তার কাছ থেকে জোরপূর্বক দায়িত্ব হস্তান্তরের একটি কাগজে স্বাক্ষর নেয়া হয়।

চেয়ারম্যান মিঠু অভিযোগ করে বলেন, “তাপস তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে তুলে নিতে এসেছিল। পরিষদের সাধারণ মানুষ মানবঢাল তৈরি করে আমাকে রক্ষা করেছেন। না হলে হয়তো তারা আমাকে গুম বা হত্যা করতো।”

হামলায় আহতদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য সোহেল খাঁন (৩৫), রাহাত মোল্লা (২৫), সজিব (২০), সাব্বির (২২), আল-আমিন (২৮) ও কামরুল (৩৫)। তাদেরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সোহেল ও রাহাতকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “নৌবাহিনীর সদস্যরা দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ জানান, “দুটি ককটেলের আলামত পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, “আটক দু’জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

Exit mobile version