Home সারাবাংলা টানা ৩ বছর এসএসসিতে কেউ পাস করেনি, এবার একমাত্র পরীক্ষার্থীও ফেল

টানা ৩ বছর এসএসসিতে কেউ পাস করেনি, এবার একমাত্র পরীক্ষার্থীও ফেল

0

নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের মুড়দাইড়-তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে হতাশার ধারা চলছেই। ২০২৫ সালের পরীক্ষায় বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছে। ফলে টানা তিন বছর ধরে এই স্কুল থেকে কেউ এসএসসি পাস করতে পারেনি।

বিদ্যালয় সূত্র জানায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে মাত্র সাতজন ছাত্রী রেজিস্ট্রেশন করে। বার্ষিক পরীক্ষার মাধ্যমে তাদের দশম শ্রেণিতে উত্তীর্ণ করা হলেও সারা বছর ক্লাসে উপস্থিতি ছিল অত্যন্ত কম। এর মধ্যে তিনজন বাল্যবিয়ের শিকার হয়, তিনজন লেখাপড়া ছেড়ে দেয়। অবশেষে একজন ছাত্রী বোর্ড পরীক্ষায় অংশ নিলেও সে ফেল করে।

তবে স্কুলটির অতীত চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে একসময় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল দুই শতাধিক। ২০১৩ সালে ১৮ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে নজরকাড়া ফলাফল অর্জন করেছিল। ২০২১ সালে সাত পরীক্ষার্থী এবং ২০২২ সালে তিন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছিল। কিন্তু ২০২৩ ও ২০২৪ সালে অংশগ্রহণকারী দুইজন করে সব পরীক্ষার্থী ফেল করে। সর্বশেষ ২০২৫ সালেও একজন অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেনি।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও স্থানীয় বাসিন্দা মুক্তা খানম জানান, ‘আমি ২০০৪ সালে এখান থেকে এসএসসি পাস করি। তখন ছাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি, শিক্ষক ছিলেন সাতজন, আর শিক্ষার পরিবেশও ছিল ভালো। এখনকার অবস্থায় খুব কষ্ট লাগে।’

বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও শিক্ষার্থীদের ধরে রাখতে পারছি না। আগে ভালো ফল হতো। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় অভিজ্ঞ শিক্ষকরা একে একে স্কুল ছেড়ে চলে গেছেন। এতে শিক্ষার মানও অনেকখানি কমে গেছে।’

জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ফলাফলের এই অবনতির পেছনে শিক্ষকদের দায় আছে। তারা আমাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখেন না, আইসিটি ল্যাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, এমনকি প্রশিক্ষণেও অংশ নেয় না। তারপরও স্কুলটিকে ঘিরে আমাদের বিশেষ নজর দিতে হবে।
তথ্যসূত্র : channel24

Exit mobile version