মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) তিনি বলেন, ইউক্রেনের এখন এই অস্ত্রটি অত্যন্ত প্রয়োজন। একইসঙ্গে, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আবারও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।
ট্রাম্প জানান, সোমবার (১৪ জুলাই) তিনি ‘রাশিয়া বিষয়ে বড় একটি ঘোষণা’ দেবেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আমরা ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট পাঠাবো। তবে কতগুলো পাঠানো হবে, তা এখনও নির্ধারণ করিনি। কিন্তু তারা কিছু পেতেই যাচ্ছে, কারণ তাদের এখন সুরক্ষা দরকার।”
নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার পথে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প আরও বলেন, “আমরা তাদের কাছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি এবং তারা এর জন্য পুরো অর্থ পরিশোধ করবে। এতে আমাদের লাভও হবে।”
রুশ প্রেসিডেন্ট সম্পর্কে ট্রাম্প বলেন, “পুতিন অনেককেই বিস্মিত করেছেন। তিনি দিনে ভালো কথা বলেন, আর রাতে বোমা ফেলেন।”
প্রসঙ্গত, এই ঘোষণা আসছে এমন সময়ে, যখন কূটনৈতিক উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ইউক্রেন সফরে রয়েছেন এবং ট্রাম্পের ওয়াশিংটনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে।