26.5 C
Khulna
Wednesday, July 16, 2025

মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা: গাজীপুর থেকে আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় এক মা ও তার দুই সন্তানকে নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে নিহত গৃহবধূ ময়না আক্তারের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ময়নার দেবর নজরুল ইসলামসহ আরও দুজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।

পুলিশ, এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, দুই সন্তান ও ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে ভালুকা শহরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং রাসেল স্পিনিং মিলে নাইট শিফটে কাজ করতেন।

সোমবার সকাল ৯টার দিকে কাজ শেষে বাসায় ফিরে রফিকুল ইসলাম দেখেন দরজায় তালা ঝুলছে। ডাকাডাকির পর সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন তিনি। ভেতরে গিয়ে দেখেন, তার স্ত্রী ময়না আক্তার (২৫), মেয়ে রাইসা (৭) এবং ছেলে নিরব (২)-কে গলা কেটে হত্যা করে খাটের উপর ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ভালুকা থানায় আনা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ