কক্সবাজারে জমি বিরোধে হামলায় বিএনপি নেতা নিহত, প্রধান অভিযুক্ত জামায়াত নেতার জামাতা
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এক হামলায় রহিম উদ্দিন সিকদার (৫৫) নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
রোববার (১৩ জুলাই) রাতে হামলার শিকার হওয়ার পর গুরুতর আহত রহিম উদ্দিনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, পুরোনো জমি সংক্রান্ত বিরোধের জেরে রহিম উদ্দিন ও তাঁর ভাইদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নিহতের বড় ভাই ও ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান অভিযোগ করেছেন, স্থানীয় ফাতেরঘোনা ইউনিট জামায়াত সভাপতি আব্দুল আল নোমান, তার জামাতা মিজান, মুজিব, এনামসহ কয়েকজন এ হামলায় অংশ নেন।
হামলার পর প্রথমে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রহিম উদ্দিনের অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ উজ্জল। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “ফাতেরঘোনার জামায়াত সভাপতির হাতে আমাদের সহকর্মী, সাবেক যুবদল নেতা রহিম উদ্দিন সিকদার নিহত হয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আব্দুল আল নোমান ও জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউই ফোন রিসিভ করেননি। জামায়াতের জনসংযোগ বিভাগ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার পর সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেফতার করেছে। থানার ওসি মো. ইলিয়াস জানান, “প্রাথমিকভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।