30.3 C
Khulna
Wednesday, July 16, 2025

পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালালেন বিএনপি নেতা

নারী নির্যাতন মামলার এক আসামি পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালিয়ে গেছেন। অভিযুক্ত ব্যক্তি হলেন কবির আহম্মদ চৌধুরী ওরফে জাল কবির, যিনি ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার রাতে আমজাদহাটে নিজ বাড়িতে তাকে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। অভিযুক্তের স্বজনরা পুলিশকে বাধা দিয়ে হামলা চালায়। এতে ছাগলনাইয়া থানার এএসআই রাফিদ, দিদার ও কনস্টেবল সুমন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, হামলা ও আসামি পলায়নের ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কবিরকে ২০২৪ সালের ৬ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তখনই তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ