সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ গোপালগঞ্জে ১৬ জুলাই সংঘটিত হামলাকে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” ও “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের” (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যাচেষ্টার একটি ন্যাক্কারজনক প্রয়াস বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “আমি একেবারেই অবাক হবো না যদি এই হামলার পেছনে ডেভিল রানীর নির্দেশনা থাকে। আত্মসমালোচনা কিংবা অনুশোচনার লেশমাত্র নেই তার মধ্যে। বরং হত্যাকাণ্ড, গুম, খুন, গণহত্যা, নিপীড়ন, দুর্নীতি আর গণতন্ত্র ধ্বংস করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ছাত্র-জনতার ঘৃণাভরা প্রতিক্রিয়ার মুখে দেশ ছাড়লেও এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “গোপালগঞ্জের মতো সন্ত্রাসী পন্থায় সারা দেশে কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।”